8386

04/19/2025 রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার 

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারী ২০২২ ০৯:৫৬

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) ‍দুপুরে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মো. মিলন হোসেনের ছেলে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের টিম রাত সাড়ে ১০ টায় রায়পাড়া মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে দেখতে পায়। এসময় সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশের ওই টিম আসামী মো. মিঠু রানাকে একটি মোটরসাইকেলসহ আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় হেরোইন রাখা আছে। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে ৫ টি প্যাকেটে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]