03/14/2025 নববধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২০ ১৮:০৮
রাজশাহীর মোহনপুর উপজেলায় মৌসুমী আক্তার (১৯) নামের এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌসুমীর স্বামী নূর ইসলামকে রোববার গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার গোছা সোনারপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মৌসুমী আক্তার (১৯) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মৌসুমী আত্মহত্যা করেছেন। তবে তার বাবার বাড়ির লোকজন বলছেন, মৌসুমীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মৌসুমী গোছা সোনারপাড়া গ্রামের নূর ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি গাজীপুরে। তার বাবার নাম এরশাদ আলী। এ ঘটনায় মৌসুমীর মা শামসুন নাহার বাদি হয়ে রোববার সকালে থানায় হত্যা মামলা করলে মৌসুমীর স্বামী নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়।