8419

04/20/2025 জেদ্দায় ৪৩ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সিদ্দিকুর

জেদ্দায় ৪৩ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সিদ্দিকুর

রাজটাইমস ডেস্ক

২৯ জানুয়ারী ২০২২ ১১:২৪

সৌদি আরবের জেদ্দায় আগামী ৩-৬ ফেব্রুয়ারি রয়্যাল গ্রিনস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে পিআইএফ সৌদি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টের প্রাইজমানিও বেশ আকর্ষণীয়—৪৩ কোটি টাকা! খেলায় অংশ নিতে শনিবার রাতেই ঢাকা ছাড়ছেন এই তারকা।

এশিয়ান ট্যুরের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই টুর্নামেন্টে সিদ্দিকুর ছাড়াও বিশ্বের সেরা অনেক তারকা গলফার খেলছেন।

টুর্নামেন্টে সুযোগ পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে সিদ্দিকুরকে। ২৩ জানুয়ারি শেষ হওয়া এসএমবিসি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্ট ছিল সৌদি ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্টের বাছাই প্রতিযোগিতা। সেখানে খেলার পরই জেদ্দায় খেলার সুযোগ এসেছে তার।

এতে আরও খেলবেন দক্ষিণ কোরিয়ার উদীয়মান তারকা ১৯ বছর বয়সী জুইহাং কিম। এ ছাড়া বিশ্ব র‌্যাঙ্কিয়ের সেরা দশে থাকা যুক্তরাষ্ট্রের ডাস্টিন জনসন, ব্রিসন দেচামবেউ, সান্দের চাউফেলে এবং ছয়বারের মেজর চ্যাম্পিয়ন ফিল মিকেলসন তো আছেনই।

বিশ্বের বড় তারকাদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেন, ‘প্রাইজমানির অঙ্ক নিয়ে মোটেও ভাবছি না। সেখানে বিশ্বের অনেক সেরা গলফারের সঙ্গে খেলবো, এটা ভেবেই ভালো লাগছে। চেষ্টা করবো নিজের সেরাটা দিতে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]