04/20/2025 নগরীতে ব্লাড ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২২ ০৭:৫২
রাজশাহী মহানগরীতে ব্লাড ক্যান্সার রোগ নির্নয়ের সর্বাধুনিক পদ্ধতি চালু ও বিস্তার করার জন্য বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৮ জানুয়ারী) গতকাল শনিবার নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ও প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম. এ খান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ডা. মো. গোলাম রাব্বানি। অধ্যাপক ডা. আব্দুল আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা।
কর্মশালায় ব্লাড ক্যান্সার নির্নয়ের সর্বাধুনিক পদ্ধতি ফ্লোসাইট্রোমেট্টি সম্পর্কে আলোচনা হয়। পদ্ধতিটি প্রতিবেশী দেশ ভারতে সহহলভ্য হলেও বাংলাদেশে এখনো ভালোভাবে চালু হয়নি। রোগ নির্নয় ও সম্পূর্ণ সুস্থ হলো কিনা তা নির্ধারণের এই পদ্ধতি সকল শহরে সহজলভ্য ও চালু করার জন্য টিউটোরিয়াল বিশদভাবে আলোচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগ বিশেষজ্ঞদের মাঝে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।