8431

04/20/2025   চাকরির নামে প্রতারণা : যুবক গ্রেপ্তার

  চাকরির নামে প্রতারণা : যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী ২০২২ ০৮:৫৭

রাজশাহীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃত বাবুল হোসেনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বড়সগুনা গ্রামে।

র‌্যাব-৫ জানান, রাজশাহীর দুর্গাপুর উপজেলার জামলই মঙ্গলপুর গ্রামের বাসিন্দা তারিফ রাব্বানীকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। এ জন্য তিনি ১৪ লাখ টাকা দাবি করেন। রাব্বানী চেক এবং নগদসহ মোট ১০ লাখ টাকা দেন। এছাড়া তিনি বাগমারার রামগুইয়া গ্রামের রবিউল ইসলামকে সেনাবাহিনীর স্টেশন হেড কোয়ার্টারে সিভিল ‘অফিস সহায়ক’ পদে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভন দেখান। এখান থেকে কয়েকধাপে নয় লাখ ৬৮ হাজার টাকা নেন। পরে তাকে একটি ভূয়া নিয়োগপত্র দেন।

বিষয়টি জানতে পেরে আরেক ভুক্তভোগী তারিফ রাব্বানী র‌্যাবের কাছে একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]