04/20/2025 স্বামী করোনাক্রান্ত, আইসোলশনে শিক্ষা মন্ত্রী
রাজটাইমস ডেস্ক
৩১ জানুয়ারী ২০২২ ০৪:৩৭
মহামারী করোনাভাইরাসে স্বামী আক্রান্ত হওয়ায় আইসোলশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল শনিবার (২৯ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী মহোদয়ের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে শিক্ষামন্ত্রী মহোদয় আইসোলেশনে আছেন।