8465

04/20/2025 চতুর্থ দফায় বাড়ল রাবিতে ভর্তির সময়সীমা

চতুর্থ দফায় বাড়ল রাবিতে ভর্তির সময়সীমা

রাজটাইমস ডেস্ক

১ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৪০

চতুর্থ দফায় আবারো বাড়ল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির সময়সীমা। সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে, গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে (কোটা বাদে) ২১১টি আসন ফাঁকা ছিল।

এর আগে ভর্তির সময় গত ১৯ ডিসেম্বর তৃতীয় দফায় বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে।

তখন বলা হয়েছিল, “রাবির বিভিন্ন বিভাগে এখনো অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। এ কারণে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়েছে। যারা ভর্তি হয়েছিলো তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। এখন তারা ভর্তি বাতিল করছেন। ফলে অনেক আসন ফাঁকা রয়েছে। তাই ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি পর্যন্ত চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।”

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার আগে ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]