847

03/15/2025 আরএমপিতে নতুন কমিশনারের যোগদান

আরএমপিতে নতুন কমিশনারের যোগদান

রাজ টাইমস ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৩

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

নতুন কর্মস্থলে যোগ দিতে তিনি আরএমপি সদর দপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আবু কালাম আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশের কনফিডেন্সিয়াল অ্যান্ড কাউন্টার টেররিজমের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।

চাকরি জীবনের শুরুর দিকে আবু কালাম সিদ্দিক আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) হিসেবে তিনি শরীয়তপুর, পটুয়াখালী, দিনাজপুর, খাগড়াছড়ি, জয়পুরহাটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ আরও নানা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।

কাফি/০১

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]