04/10/2025 করোনায় একদিনে ৩১ মৃত্যু, শনাক্ত সাড়ে ১৩ হাজার
রাজটাইমস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।
সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।
এর আগে রবিবার (৩০ জানুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়। একই সময়ে ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।