849

03/15/2025 জামিন বাতিল জেলা বিএনপির আহ্বায়কের

জামিন বাতিল জেলা বিএনপির আহ্বায়কের

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪২


হাজিরার দিন আদালতে উপস্থিত না থাকায় জামিন বাতিল হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের। আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দিয়েছেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ একটি নাশকতার মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি একটি হাজিরার দিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার আবার নির্ধারিত দিনে হাজির হন।

এ সময় আগের হাজিরার দিন উপস্থিত না হওয়ার কারণে আদালত তার জামিন বাতিল করেন। এ সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ তাকে আদালতের হাজতে নিয়ে যায়। বিকালে তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়।

কাফি/০৩

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]