04/20/2025 রাবি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লো পুলিশ
রাজটাইমস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আরেকটি অংশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে, ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্ত হয়ে যাবেন। পুলিশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাইরে কাজলা গেটে অবস্থান করছে।’
এর আগে, রাত ৮টার দিকে ক্যাম্পাস এলাকায় মোটরসাইকেলে মালবাহী ট্রাকের ধাক্কায় হিমেল নামে রাবির এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে।
আন্দোলনকারী আইন বিভাগের শিক্ষার্থী তাজরীন মেধা বলেন, ‘বিশ্ববিদ্যালয় আবাসিক এরিয়া, যেখানে আমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করি। সেখানে যখন সহপাঠীকে জীবন দিতে হয় তখন আমাদের নিরাপত্তা কোথায়? শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো।’
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধও করেছিলেন।