8496

04/05/2025 জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন

জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন

রাজটাইমস ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৩

দেশে ওমিক্রনের দাপটে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। জানুয়ারিতে দেশে করোনায় মারা গেছেন মোট ৩২২ জন। এদের মধ্যে ২৩৪ জনই টিকা নেননি। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মাসভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২২ জন। তাদের মধ্যে করোনার টিকা নিয়েছেন মাত্র ৮৮ জন। বাকি ২৩৪ জনই টিকা নেননি।

অধিদফতরের হিসাব বলছে, মারা যাওয়া ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন, শতকরা হিসাবে যা ৭২ দশমিক ৭ শতাংশ। আর টিকা নিয়েছেন ৮৮ জন, শতকরা হিসাবে ২৭ দশমিক ৩ শতাংশ।

জানুয়ারিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যে ৮৮ জন টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ জন। বুস্টার ডোজ নিয়েছিলেন দুই জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]