85

03/14/2025 করোনা সংক্রামিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

করোনা সংক্রামিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক:

১৪ জুন ২০২০ ১৮:১৪


সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন।রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিক করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
তিনি বলেনে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে। এসময় মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে এবং সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]