8538

04/20/2025 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

রাজটাইমস ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম (৫৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আরোহীর সাইকেল দুমড়েমুচড়ে যায়। পেশায় তিনি একজন কৃষক।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি খাকরিপাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে খায়রুল ইসলাম (৫৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল ইসলাম ছত্রাজিতপুর বাজার থেকে সাইকেল যোগে রানাহাটি বাজারের দিক হয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সাইকেলে ধাক্কা দিলে সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তার সাইকেলের ওপর দিয়ে ট্রাকে চলে যায়। ফলে সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইননুগ ব্যবস্থা শেষে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]