8588

04/20/2025 রাজশাহী ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রাজশাহী ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রাজটাইমস ডেস্ক

৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৩

রাজশাহী ওয়াসার পানির দাম তিন গুণ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসার পানি ঠিকমতো ব্যবহার করা যায় না। এর পানি দূষিত হওয়ায় নগরবাসীর নানা রকম অসুখ হচ্ছে। পানিতে অতিমাত্রায় ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে। এরই মধ্যে নগরবাসী ও সুশীল সমাজের মতামত না নিয়ে পানির দাম তিন গুণ বাড়ানো হয়েছে। রাজশাহীবাসী অতিরিক্ত এই মূল্য পরিশোধ করবে না।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, করোনার কারণে বেকারত্ব বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ছে। এরই মধ্যে ওয়াসার পানির দাম তিন গুণ বাড়ানো হয়েছে। জনসাধারণের কথা না ভেবেই আত্মঘাতী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এটি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবে নগরবাসী। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, ওয়াসার পানি দুর্গন্ধময়। কর্তৃপক্ষ মানহীন পানির মান না বাড়িয়ে মূল্য বাড়িয়েছে। এটি তাদের স্বেচ্ছাচারিতা।

পরিষদের সদস্য গোলাম নবী রনির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সহসভাপতি এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।

জানুয়ারির শুরুতে পানির দাম তিন গুণ বাড়ানোর ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী ওয়াসা, যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]