8606

04/20/2025 রাবিতে হিমেলের স্বরণে শিল্পকর্ম প্রদর্শনী

রাবিতে হিমেলের স্বরণে শিল্পকর্ম প্রদর্শনী

রাবি প্রতিনিধি

৯ ফেব্রুয়ারি ২০২২ ০২:০২

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্বরণে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে তার সতীর্থরা।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নির্মাধীন বিজ্ঞান ভবনের সামনে হিমেল নিহত হওয়ার স্থানে দিনব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেন তারা।

এর আগে তার সতীর্থরা নিহত হওয়ার স্থানে ৪ দিনের আর্ট ক্যাম্পের আয়োজন করেছিলো। ক্যাম্পেইন থেকে সৃষ্ট শিল্পকর্ম এবং হিমেলের হাতে গড়া আগের শিল্পকর্ম গুলো নিয়ে আজকে প্রদর্শনীর আয়োজন করে তারা।

এদিকে শিল্পকর্ম প্রদর্শনীতে শিল্পীরা হিমেলকে নিয়ে নানা ধরনের ছবি এঁকেছেন। তারমধ্যে হলো, ট্রাকে সামনে পড়ে থাকা নিহত হিমেলের মর্মান্তিক ছবি, হিমেলের হাস্যজ্বল চেহারার ছবি, যে ট্রাকে সে নিহত হয়েছে তার নেমপ্লেট, তার মাকে নিয়ে অনেক ছবি প্রায় শতাধিক চিত্রকর্ম সেখানে প্রদর্শনী করা হয়। হিমেলের নিজহাতে গড়া শিল্পকর্মগুলো প্রদশনীতে রাখা হয়েছে।

তার সহপাঠীরা বলছেন, এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে তাদের হাস্যজ্জ্বল সহপাঠী হিমেলকে ফুটিয়ে তুলার চেষ্টা করছেন তারা।

হিমেলের সহপাঠী কাদিরুল ইসলাম কনিক জাগো নিউজকে, আমরা আমাদের বন্ধুকে হারিয়ে শোকাহত। আমরা শিল্পী, আমাদের শিল্পকর্মের প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন কালো চোখ, নিরাপদ সড়ক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ স্বরুপ আজকের এই প্রদর্শনীর আয়োজন। আমরা চারদিন যাবত আর্টক্যাম্প করেছি। এই চারদিনে হিমেলের জীবনের বিভিন্ন প্রতিফলক তুলে ধরার চেষ্টা করছি।

গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী বলেন, আমরা এই শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে দেশের মানুষের কাছে হিমেল ভাইয়ের মর্মান্তিক ঘটনার ইতিহাস জানাতে চাই। আমরা আমাদের শিল্পকর্মের মাধ্যমেই দেশের মানুষকে সচেতন করতে চাই। আমরা আর কোনো হিমেল ভাইকে হারাতে চাইনা।


চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আতিক ইমরান বলেন, আমাদের উদ্দেশ্য হলো হিমেলকে স্মরণ করে প্রতিবাদী শিল্পকর্মের প্রদর্শনীর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা,যেহেতু এবিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নাই।পাশাপাশি হিমেল যে আমাদের চোখ খুলে দিয়েছে, সেই বিষয়টাকে প্রদর্শনীর মাধ্যমে সামনে আনাও অন্যতম উদ্দেশ্য। এই প্রদর্শনী ঘুরে দেখে, মানুষের মধ্যে যদি কোনো অনুভূতি আসে, সেটাই আমাদের স্বার্থকতা।'

চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪র্থ বর্ষের আরেক শিক্ষার্থী রাহুল দেবনাথ বলেন,হিমেলের ঘটনাটির প্রভাব সবার উপরেই কমবেশি পড়েছে। তারই প্রেক্ষিতে আমাদের অনুভূতি প্রকাশের জন্যই এই শিল্পকর্ম প্রদর্শনী। এতে সবার জন্য মেসেজ থাকবে সচেতন হওয়ার ব্যাপারে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]