8613

04/10/2025 মাত্র ৪ মিনিটেই করোনা টেস্টের ফলাফল

মাত্র ৪ মিনিটেই করোনা টেস্টের ফলাফল

রাজটাইমস ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৩

চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করতে তারা এমন একটি পরীক্ষা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, যা ফল জানাবে মাত্র চার মিনিটে।

তাদের দাবি, ওই করোনা টেস্ট হবে পিসিআর ল্যাবে টেস্টের মতো সঠিক। কিন্তু ফল পাওয়া যাবে চার মিনিটের মধ্যে।

কোভিড-১৯ রোগী শনাক্তে পলিমিরেইস চেইন রিয়েক্টশন (পিসিআর) টেস্টকে সবচেয়ে সঠিক ও যথোপযুক্ত বলে মনে করা হয়। কিন্তু এটা করতে সময় লাগে কয়েক ঘণ্টা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক দেশ রোগী শনাক্ত করতে পরীক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে নতুন এ পরীক্ষা আশার পালে হাওয়া দেবে বলে মনে করা হচ্ছে।

সাংহাইয়ের ফুদান বিশ্বদ্যালয়ের গবেষকরা করোনার নতুন এ পরীক্ষা আবিষ্কার করেছেন। সোমবার এ নিয়ে জার্নাল ন্যাচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চীনের বিজ্ঞানীরা জানান, সার্স-কোভ-২ ভাইরাস (কোভিড) এ পরীক্ষা চালানোর ক্ষেত্রে তারা ইলেক্ট্রোম্যাকানিক্যাল বায়োসেন্সর ব্যবহার করেছেন।

সাংহাইয়ে অন্তত ৩৩ জন করোনা আক্রান্তের ওপর এ পরীক্ষা চালানো হয়। একইসঙ্গে তাদের পিসিআর টেস্টও করা হয়েছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]