8623

04/20/2025 চলনবিলের সুরক্ষায় আলোচনা সভা

চলনবিলের সুরক্ষায় আলোচনা সভা

রাজটাইমস ডেস্ক

৯ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৬

চলনবিল অঞ্চলের বিপন্ন জলাভূমি, জলজ সম্পদ এবং পরিবেশকে সুরক্ষা প্রদানের জন্যে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

চলনবিল অঞ্চলের চারটি জেলার উন্নয়ন সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় এএলআরডির সহযোগী সংস্থাসমূহ এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, নদী আর জলাভূমি হচ্ছে দেশের প্রাণ। চলনবিলের মধ্যে দিয়ে ১০৮টি নদী ও খাল প্রবাহিত হয়েছে। চলনবিলকে বাঁচাতে হলে প্রবাহমান জলধারাকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। পানির স্তরকে ধরে রাখা, জলবায়ুর বিরুপ প্রভাব রোধ, দেশীয় প্রজাতির জলজ সম্পদের সুরক্ষা প্রদানে সকল জলাধারকে রক্ষা করতেই হবে।

এজন্যে সচেতনতা সৃষ্টি, স্থানীয় বাসিন্দাদের চেতনাকে শাণিত করা এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, নীডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, যুগান্তরের প্রতিনিধি মো. শহীদুল হক সরকার, এসএ টিভি’র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল। সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক এর সভাপতিত্বে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন কসমস এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা।

সূত্র: ঢাকা টাইমস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]