8629

05/18/2024 ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি

রাজটাইমস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৬

শৃংখলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান মতিনকে সংগঠন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে অব্যাহতি প্রাপ্তদের নেতৃতে ছাত্রলীগের একাংশসহ স্বেচ্ছাসেবকলীগকর্মীরা হট্টগোল করেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীরা জানিয়েছেন।

রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ওই সন্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সম্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে মঞ্চের সামনে এবং উপরে হট্টগোল শুরু করেন।
এ সময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]