8633

04/20/2025 নওগাঁয় চালের বাজারে জেলা প্রশাসনের অভিযান

নওগাঁয় চালের বাজারে জেলা প্রশাসনের অভিযান

রাজটাইমস ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৮

নওগাঁয় ধান-চালের বাজার দর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী কঠোর হুশিয়ারী দেয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্মকর্তারা। মজুদ ও দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান করছেন তারা।

বুধবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নওগাঁর সর্ববৃহৎ পাইকারি চালের আড়ত আলুপট্রি বাজার ও গোস্তোহাটির মোড়ে খুচরা চাল বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় মিল গেট, চালের বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন।
অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, নওগাঁ চাল আড়ৎদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, চালের বাজার স্থিতিশীর রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে অবৈধ ভাবে মজুদ করে রাখা হয়েছে সেখানে জরিমানা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মিলে জরিমানা করা হয়েছে। বর্তমানে নওগাঁয় চালের বাজার স্থিতিশীল রয়েছে।

তিনি আরও বলেন, যেসব আড়তদার রয়েছে তারা আমাদের কাছে ওয়াদা করেছেন প্রতিনিয়ত মজুদ পরিস্থিতি রিপোর্ট প্রেরন করবেন। এবং যারা গ্রিন ব্যাবসা করেন তারা যেন লাইসেন্স করেন এবং এর আওতাভুক্ত হয় সেই বিষয়েও আমরা পদক্ষেপ গ্রহন করেছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]