8642

04/20/2025 প্রবীণ সাংবাদিক ও চিকিৎক ডা. বুলবুলের ইন্তিকাল

প্রবীণ সাংবাদিক ও চিকিৎক ডা. বুলবুলের ইন্তিকাল

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৮

রাজশাহীর বিশিষ্ট ও প্রবীণ সাংবাদিক, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল গতকাল বুধবার ভোরে ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ডাক্তার বুলবুল দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় অত্যন্ত সুনামের সাথে নিয়োজিত ছিলেন। তিনি রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, সমকাল, যায়যায়দিন, যুগান্তর, দৈনিক বার্তা প্রভৃতি সংবাদপত্রে সাংবাদিকতা করেন। ১৯৮৪ সালে তিনি চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর ঢাকার একটি হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর নগরীর হাতেম খান গোরস্থানে ডা. বুলবুলকে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডা. বুলবুলের ঘনিষ্ঠজন সিনিয়র সাংবাদিক সরদার আবদুর রহমান, সাংবাদিক শ. ম. সাজু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সোনালী সংবাদের বার্তা সম্পাদক তৈয়বুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, মুহিব্বুল আরেফিন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]