8648

04/20/2025 আইপিএলে অনেক ক্রিকেটারের দল পাওয়া কঠিন হবে’

আইপিএলে অনেক ক্রিকেটারের দল পাওয়া কঠিন হবে’

রাজটাইমস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৮

আগামী ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ফ্রাঞ্চাইজিরা দল গঠনে ব্যস্ত। রয়্যাল চ্যালেঞ্জের্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট অপারেসনস মাইক হেসন মনে করেন, রিলিজ করে দেওয়া ক্রিকেটারদের অনেককেই নিলামের মধ্যে দল পাওয়া খুব কঠিন হবে।

ক্রিকবাজের খবরে জানা গেছে, নিলামের আগে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে দলে রেখেছে বেঙ্গালুরু। নিলামের জন্য ৫৭ কোটি রুপি বাজেট তাদের।

এ ব্যাপারে মাইক হেসন বলেন, 'আরসিবি বেশ কিছু নবীন তারকাকে শেষ কয়েক বছর ধরে গ্রুম করেছে। তবে তাদেরকে এই নিলামের মধ্যে দিয়ে ফিরে পাওয়াটা মুশকিল বিষয় হতে চলেছে। তবে কয়েকজনকে আমরা আশা করছি ফিরে পাব। যদি সেই সব ক্রিকেটারদের আমরা দলে ফিরে পেতে পারি তাহলে তাদের ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাব।

১০টি দল আসার কারণে সমীকরণ বদলে গেছে। অনেকের হাতে আমাদের থেকেও বেশি টাকা রয়েছে। তারা আমাদের ওভারবিড করে দিতে পারে। তবে দলে নবীন এবং প্রবীনের ভারসাম্য থাকাটা খুব জরুরি।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]