8651

03/14/2025 মিয়ানমারে ৩৫ সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের

মিয়ানমারে ৩৫ সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের

রাজটাইমস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৭

মিয়ানমারে ৩৫ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরোধ বাহিনী। দেশটির সেগেইং এবং বাগো অঞ্চলে আক্রমণের মাধ্যমে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স -পিডিএফ।

এছাড়া, সেগেইং অঞ্চলে সামরিক বাহিনীর একটি কনভয়ে হামলা চালাতে ৪১ টি মাইন ব্যবহারের দাবি করেছে সংগঠনটি। অঞ্চলগুলোতে সেনাবাহিনীর ওপর বেশ কয়েকটি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে তারা।

এসব হামলায় প্রতিরোধ বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।

এদিকে দেশটির রাখাইন রাজ্যে সোমবার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এসব হামলা ও হতাহতের ব্যাপারে জান্তা সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]