8655

04/20/2025 চারঘাটে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

চারঘাটে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজ টাইমস

১১ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১১

রাজশাহীর চারঘাট উপজেলায় এক কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- পুঠিয়া উপজেলার জিউপাড়া গ্রামের শান্ত হোসেন (২০)। অপরজন চারঘাটের মিয়াপুর গ্রামের জামাল উদ্দিন (৩৬) । শান্তর কাছ থেকে ৬০০ গ্রাম ও জামালের কাছ থেকে ৮৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রায় দেড় কোটির টাকা মূল্যের হেরোইন শান্ত আর জামালের কাছে থেকে উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে চারঘাট এলাকায় অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করা হয় । এরপর রাত সাড়ে ১০টার দিকে হলিদাগাছি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছেও বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]