8688

01/27/2026  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

 নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০৭ জন, রাজপাড়া থানা থেকে ০৪ জন, চন্দ্রিমা থানা থেকে ০১ জন, মতিহার থানা থেকে ০২ জন, কাটাখালী থানা থেকে ০১ জন, শাহমখদুম থানা থেকে ০৪ জন, এয়ারপোর্ট থানা থেকে ০৩ জন, পবা থানা থেকে ০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০২ জন, দামকুড়া থানা থেকে ০১ জন ও ডিবি পুলিশ থেকে ০৪ জনসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছে থেকে মোট ১৫০ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]