8689

04/20/2025 মাদক ব্যবসায়ীর হামলায় কন্সটেবল আহত

মাদক ব্যবসায়ীর হামলায় কন্সটেবল আহত

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১৪

রাজশাহীতে মাদকবিরোধী ভভিযানের সময় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে নগরীর ডাসমারী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হাসুয়ার কোপে মহানগর গোয়েন্দা বিভাগের কন্সটেবল আতিকুল ইসলাম আহত হয়েছেন।

তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসুয়ার কোপে আহত হয়েও মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে ছেড়ে দেননি কনস্টেবল আতিকুল ইসলাম। পরে তাকে আটক করা হয়।
মহাগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম। পালাতে গিয়েই পাশে থাকা হাসুয়া দিয়ে কনস্টেবল আতিকুলকে কোপ দেয়। এতে তার হাতের দুই জায়গায় কেটে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]