8690

04/20/2025 রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেল স্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১৭

টিকিট অনিয়ম ধরতে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনা (দুদক)। হটলাইন ১০৬-এ ট্রেনের যাত্রীর অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে রাজশাহী রেল স্টেশানে এ অভিযান চালানো হয়।

দুদকের রাজশাহী অঞ্চল কার্যালয়ের সহকারি পরিচালক আমির হোসেন গণমাধ্যমকে জানান, তার নেতৃত্বে পাঁচ সদস্যেল একটি দল স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টেশনের বুকিং অফিস ও টিকেট কাউন্টারে তল্লাশী করা হয়। এর পাশাপাশি টিকিট প্রিন্টের কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। এ সময় যাত্রীদের টিকি প্রদানে নিযুক্ত বুকিং সহকারীদের দেহ তল্লাশী এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও স্টেশনের প্লাটফরমে থাকা টিটিদের কাছে থাকা জরুরী টিকিট বইও পরীক্ষা করে দেখা হয়।

তিনি বলেন, স্টেশনে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে যে জরুরী টিকিট বইটি ব্যবহার করা হচ্ছে তাতে পূর্ব অনুমোদনের কর্তৃপক্ষের স্বাক্ষর রাখতে তাৎক্ষনিকভাবে পরামর্শ দেয়া হয়েছে। এই সঙ্গে কোন ধরনের ভোগান্তি ছাড়া যাত্রীদের টিকিট সরবরাহ করারও পরামর্শ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬-এ একজন যাত্রী অভিযোগ করেন রাজশাহী রেল স্টেশনে টিকিট প্রদানের নির্ধারিত সময়ের পূর্বেই শেষ হয়ে যাচ্ছে। একই সাথে স্টেশনে দালালদের থেকে অতিরিক্ত দামে টিকিট কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]