8692

04/20/2025 দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান

রাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাক চাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রমানিক রিমেলের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান একটি হুইল চেয়ার প্রদান করেছেন। গতকাল রবিবার দুপুরে শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে তাকে চেয়ারটি দেয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হুইল চেয়ারটি আহত শিক্ষার্থীর নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ ।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে বিশতলা একাডেমিক ভবন নির্মাণস্থলের সামনের সড়কে ট্রাক চাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামানিক রিমেল গুরুতর আহত হয়। রিমেল বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]