04/20/2025 মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশকে কুপিয়ে যখম
রাজটাইমস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১২
রাজশাহীতে মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশ ও তার সোর্সকে কুপিয়ে যখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহানগরীর ডাঁশমারি এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে ঘটনাটি ঘটে।
বর্তমানে ওই পুলিশ সদস্যের হাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে জরুরিভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার বাঁহাতের কবজিতে গুরুতর যখম রয়েছে। অন্যদিকে পুলিশের সোর্স নাঈমকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস আরটিভি নিউজকে জানিয়েছেন, দুপুরে ডিবির একটি দল নগরীর মতিহার থানাধীন ডাঁশমারি এলাকায় মাদক উদ্ধার করতে গেলে অতর্কিত হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর যখম হলে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম দুখুকে আটক করা হয়েছে।