04/20/2025 কেন্দ্রীয় ব্যাংকের চেক দেখিয়ে ঋণ দেওয়া বন্ধের নির্দেশ
রাজটাইমস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৯
বাংলাদেশ ব্যাংকের চেক নিয়ে প্রতারণা করছে কয়েকটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। আর এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেক দেখিয়ে ঋণ দেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলো চেক নিয়ে নানা ধরনের জাল-জালিয়াতি ও প্রতারণার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এসব জালিয়াতির সঙ্গে কিছু ব্যাংক কর্মকর্তা এবং প্রতারক চক্র জড়িত। এখন জালিয়াতি বা প্রতারক চক্রের নজর পড়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের চেকের দিকে। প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে কঠোর গোপনীয়তা অনুসরণ করলেও বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে তা ধরা পড়েছে।
এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে কেন্দ্রীয় ব্যাংকের কোনো চেক যেন আর ব্যবহার না করা হয়। একই সঙ্গে চেক ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে কঠোর সতর্কতা অবলম্বন করতে। বাংলাদেশ ব্যাংকের চেক শুধু আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের টাকা স্থানান্তর ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, বাংলাদেশ ব্যাংকের চেক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া দেশের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। কারণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও হিসাব নেই।
ফলে অন্য কাউকে কেন্দ্রীয় ব্যাংকের চেকও দেওয়া হয় না। কিন্তু এরপরও ঋণের অর্থছাড়ে বেআইনিভাবে কেন্দ্রীয় ব্যাংকের চেক ব্যবহার করার কয়েকটি ঘটনা ধরা পড়েছে। তারা নিয়ম মেনে চেক ইস্যু করলেও এটি ব্যবহার করা হয়েছে ঋণের টাকা তুলে নেওয়ার কাজে, যা সম্পূর্ণ বেআইনি।