8724

04/20/2025 জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা

রাজটাইমস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৯

ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ পুরস্কার ঘোষণা করা হয়। এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা বেগম, রাইসুল ইসলাম আসাদ।

এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে গোর, বিশ্ব সুন্দরী। শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত হোসেন, শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ, শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বীতা মার্টিন।

চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। ২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন পরীমণি। আর গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমার জন্য একদিকে সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন এই নির্মাতা, আর অন্যদিকে এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন দীপান্বীতা মার্টিন

এ বছর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন ফজলুর রহমান বাবু। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে পুরস্কারটি পাচ্ছেন তিনি। ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন অপর্ণা ঘোষ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]