8725

04/20/2025 রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

রাজটাইমস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৩

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস সশরীরে এবং অফিসসমূহ যথারীতি ফুল টাইম শুরু হবে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস সশরীরে এবং অফিসসমূহ যথারীতি চালু হবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি করোনার বিরূপ পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় আরও ১৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই ঘোষণার প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত পরিসরে অফিসিয়াল কার্যক্রম চালু রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]