8729

07/12/2025 ম্যাচের দিন করোনা পজিটিভ লঙ্কান অলরাউন্ডার

ম্যাচের দিন করোনা পজিটিভ লঙ্কান অলরাউন্ডার

রাজ টাইমস

১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৩

ক্যানবেরায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর তিন ঘণ্টা আগে সফরকারীদের ক্যাম্পে হানা দিলো করোনাভাইরাস।

মঙ্গলবার সকালে করা র‌্যাপিড এন্টিজেন টেস্টে কোভিড পজিটিভ হন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে।

বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত ক্রিকেটারকে। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটে মেডিক্যাল ডিপার্টমেন্টের প্রধান অর্জুনা ডি সিলভা জানান, ভাইরাসে আক্রান্ত হলে অস্ট্রেলিয়ান সরকারের করোনাবিধি অনুযায়ী অন্তত সাত দিনের আইসোলেশনে থাকতে হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি মেলবোর্নে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে। তাতে করে হাসারাঙ্গার টি-টোয়েন্টি সিরিজ শেষ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]