03/15/2025 কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু
রাজটাইমস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৩
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দীর্ঘ পাঁচ মাস ধরে চলছিল সীমিত আকারে ট্রেনচলাচল। অন্যদিকে সরাসরি কাউন্টার থেকে টিকেট কাটার সুযোগ ও ছিল বন্ধ।
দেশের ট্রেন চলাচল ক্রামন্বয়ে স্বাভাবিক হওয়ার পর আবার ও টিকেট বিক্রি শুরু করেছে কাউন্টারগুলো। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আবারও বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হয়।
তবে অনলাইনে আগেভাগেই টিকেট বিক্রি হওয়ায় যাত্রীরা আজ-কালের টিকিটের চাহিদা করলেও তা পাচ্ছেন না।
আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় আপাতত টিকেট না মেলান কথা জানায় কর্তৃপক্ষ।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র এই একদিনের টিকিটই দেওয়া হবে। বর্তমান নিয়মে ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। বাকি অর্ধেক মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে কাটা যাবে। খবর-বাংলাদেশ প্রতিদিন