04/19/2025 নিপুনকে আদালত অবমাননার অভিযোগে জায়েদ খানের আইনি নোটিশ
রাজটাইমস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩১
আপিল বিভাগের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদকের (জিএস) দায়িত্ব নেওয়ায় অভিনেত্রী নিপুন আক্তারকে আইনি নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
মঙ্গলবার জায়েদ খানের পক্ষে আইনজীবী মো. আব্দুল কাইয়ুম নোটিশটি পাঠান এবং নিপুণকে সর্বোচ্চ আদালতের আদেশ লঙ্ঘন থেকে বিরত থাকতে বলেন।তা না হলে নিপুনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হবে বলে এতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারক গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং চলচ্চিত্র অভিনেত্রী নিপুণকে সমিতির জিএস ঘোষণার সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়।
চেম্বার বিচারক ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে থাকার ক্ষেত্রে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে জায়েদ খানের করা রিট আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত চেম্বার বিচারপতির আদেশ বহাল রাখেন।
গত মঙ্গলবার হাইকোর্ট আবেদনের শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।