04/20/2025 বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড নারিনের
রাজটাইমস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড করলেন ক্যারিবীয় ব্যাটার সুনীল নারিন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে ওপেনিং করতে নামেন নারিন।
ব্যাট করতে নেমে শুরু থেকে মারকুটে মেজাজে ছিলেন এই ক্যারিবীয়ান। শেষ পর্যন্ত মেজাজ ধরে রেখে রেকর্ডই করে ফেলেন বিপিএলে। মাত্র ১৩ বলে ফিফটি পূর্ণ করেন নারিন। এর আগে বিপিএলে দ্রুত ফিফটির রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে করেন ১৬ বলে ফিফটি।
নারিন ১৩ বলে ফিফটি পূর্ণ করে ১৬ বলের মাথায় সাজঘরে ফেরেন ৫টি চার ও ৬টি ছক্কায় ৫৭ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে কট এন্ড বোল্ড হয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ বলে ফিফটির রেকর্ড রয়েছে তিনজন ইয়ুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতুল্লাহ জাজাইয়ের। ১৩ বলে এতদিন ছিল ইংল্যান্ডের ট্রেসকথিকের। তার সঙ্গে আজ যোগ হলো নারিনের নাম।