8754

09/20/2024 ‘যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করবে রাশিয়া’

‘যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করবে রাশিয়া’

রাজটাইমস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে তার জবাব দেবে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার রাজধানীতে সাংবাদিকদের লাভরভ আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে কি প্রস্তাব দিয়েছে সেটিও কয়েক ঘণ্টার মধ্যে সবার সামনে প্রকাশ করবে তারা।

এর আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে নিজেদের বেশ কয়েকটি দাবি তুলে ধরেছিল রাশিয়া। যার মধ্যে রয়েছে তিনটি প্রধান দাবি।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে রাশিয়ার প্রধান তিনটি দাবির প্রথমটিই হলো ন্যাটোকে নিশ্চয়তা দিতে হবে যে তারা কখনো ইউক্রেনকে সদস্য বানাবে না।

দ্বিতীয় দাবি হলো পূর্ব ইউরোপে ন্যাটো তাদের পরিধি আর বাড়াবে না।

আর তৃতীয় প্রধান দাবি হলো ১৯৯৭ সালে পূর্ব ইউরোপের ন্যাটোর অবকাঠামো যে রকম ছিল সে অবস্থায় নিয়ে আসতে হবে।

তবে রাশিয়ার এসব দাবি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র ও ন্যাটো। কিন্তু দাবি প্রত্যাখান করলেও তারা পাল্টা কিছু প্রস্তাব দেয়। এখন যুক্তরাষ্ট্র কি প্রস্তাব দেবে সেটিই প্রকাশ করতে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য মোতায়েনের কারণে পূর্ব ইউরোপে এখন উত্তেজনা বিরাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]