8755

04/19/2025 মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে- আরএমপি কমিশনার

মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে- আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৪

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় ৩০০ অসহায় প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার সামনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এ সময় তিনি বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যার ধারা অব্যাহত থাকবে। রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত নগরী গড়ে তোলাতে সবার সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানার সামনে সেবা নিতে আসা লোকজনের বসার জন্য একটি গোলঘর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার রশীদুল হাসান প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]