8757

04/22/2025  বিজনেস অনুষদের নতুন ডীন ফরিদুল ইসলাম

 বিজনেস অনুষদের নতুন ডীন ফরিদুল ইসলাম

রাবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজনেস অনুষদের ডীন অধ্যাপক শাহ আজম শান্তনু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় অনুষদটির নতুন ডীনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। এরপর দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক আব্দুস সালাম এ ফলাফল ঘোষনা করেন। এতে ৬০টি ভোট পেয়ে ডীন নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক (সাদা প্যানেলের) মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেলের) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন ২০টি ভোট ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]