04/20/2025 কুমিল্লাকেই এগিয়ে রাখলেন সাবেক প্রধান নির্বাচক
রাজটাইমস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২৩
রাত পোহালেই বিপিএলের ফাইনাল। বরিশালের প্রথম নাকি কুমিল্লার তৃতীয় শিরোপা? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। সেই আলোচনা চলে গেছে টকশো থেকে চায়ের আড্ডাতেও।
বরিশালের মানুষ যেমন মুখিয়ে রয়েছেন সাকিবের অধিনায়কত্বে বিপিএলের প্রথম শিরোপা জয়ে। ঠিক তেমনি কুমিল্লার ক্রিকেটপ্রেমীরাও নিজেদের দলকে ফের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান।
মাঠের লড়াইয়ের আগে হলফ করে বলা মুশকিল কারা চ্যাম্পিয়ন হবে? জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ফাইনালে এগিয়ে রাখছেন দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লাকে।
বৃহস্পতিবার রাতে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ফারুক আহমেদ বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট আসলে লটারির মতো। কুমিল্লা-বরিশাল দুই দলেই ভালো কম্বিনেশন আছে। বরিশালের অধিনায়ক সাকিব এই টুর্নামেন্টে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। সবশেষ ম্যাচে কুমিল্লার হয়ে সুনিল নারিন খুব ভালো খেলেছে। সেই দিক থেকে বললে উভয় দলই চ্যাম্পিয়ন হওয়া যোগ্য।
তিনি আরও বলেন, টি-টোয়েন্টি খেলা হওয়ার কারণে বলা মুশকিল কে চ্যাম্পিয়ন হবে। ভালো খেলেই দল দুটি ফাইনালে এসেছে। কুমিল্লার হয়ে মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনিল নারিন দুর্দান্ত খেলছে। ঢাকায় আছে ক্রিস গেইল আর ডুয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটার। তবে গেইল খুবই বিগ প্লেয়ার। কিন্তু সে এবারের আসরে প্রত্যাশিত খেলতে পারেনি। আশা করি ফাইনালের মতো বড় ম্যাচে সে তার সেরাটা দেবে।
সাবেক এই প্রধান নির্বাচক আরও বলেন, বিদেশি ক্রিকেটারদের দিক থেকে আমি কুমিল্লাকে এগিয়ে রাখব। মঈন-নারিনরা খুবই টাসে আছে। কুমিল্লার চান্স আছে চ্যাম্পিয়ন হওয়ার।
এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, বিপিএলের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করেছে সাকিব। সেটা ব্যাট হাতে বলেন আর বল হাতে বলেন। বরিশালের ত্রাতাই বলা যেতে পারে সাকিবকে। ফাইনালে থ্রেট হলো সাকিব। তার দিকেই ফোকাস থাকবে।