04/20/2025 পদ্মায় ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, উদ্ধার ৩
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০২
রাজশাহীর পদ্মা নদীতে পড়ে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম মাইমুনা খাতুন (১৩)। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মাইমুনা মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল সোফফাই-ই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সে রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ফজলুল হকের মেয়ে। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় নদীর ধারে মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী হাঁটতে যায়।
এসময় পা ভেজাতে নদীতে নামলে মাইমুনা তলিয়ে যেতে থাকে। তাকে তিনজন বাঁচানোর চেষ্টা করলে তারাও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা ডুবে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মাইমুনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া তিন মাদ্রাসা ছাত্রীর মধ্যে লুবনা (১২) নামের আরও একজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা মাদ্রাসায় অবস্থান করছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।