04/20/2025 রাজশাহীতে করোনায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৫
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতাল সূত্র গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি নাটোর জেলার বাসিন্দা।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।
বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৭ জন, পাবনার ২ জন, চুয়াডাঙ্গার একজন, ঝিনাইদহের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ১৩টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ১৬৮ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১৩টিতে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬৯ শতাংশ।