8778

04/20/2025 প্রাথমিক বিদ্যালয় খুলার সিদ্ধান্ত জানা গেলো

প্রাথমিক বিদ্যালয় খুলার সিদ্ধান্ত জানা গেলো

রাজটাইমস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৯

প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি, ২০২২ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোপূর্বে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে উচ্চ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করেন।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অবনিত ঘটলে ১৭ মার্চ ২০২০ স্কুল বন্ধ করে দেওয়া হয় এবং পরিস্থিতির উন্নতি হলে ১২ সেপ্টেম্বর ২০২২ সীমিত পরিসরে স্কুল খুলে দেয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]