04/19/2025 বাবাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দুইজনেই হাজতে
রাজটাইমস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪৮
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে তার ছেলে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুজনেই। বাবা এমাদুল হক (৫৫) এমাদুল হক মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামের মৃত নূরুল ইসলাম খানের ছেলে। আর তার ছেলে রুবেল (২৭)।
শনিবার সকালের দিকে গ্রেপ্তারকৃত এমাদুল হক ও রুবেলকে আদালতে হাজির করলে বিচারক তাদের জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এমাদুল হক খান দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে তুষখালী বাজারে চুন্নু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হকের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে তার প্রথম সংসারের ছেলে রুবেল বাবা এমাদুল হকের মোটরসাইকেলে ৪১ পিস ইয়াবা রেখে পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ইয়াবাসহ এমাদুল হককে আটক করে।
শুক্রবার সকালে তার ছেলে রুবেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় গিয়ে এমাদুল হকের পক্ষে সাফাই গেয়ে ছাড়িয়ে নিতে যায়। বিষয়টি পুলিশের সন্দেহজনক মনে হলে মোবাইল নম্বরে ট্র্যাকিংয়ে ছেলে রুবেলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ সময় রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ বাদী হয়ে বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।