8810

03/16/2025 দুদক পুরোপুরি দুর্নীতিগ্রস্ত : ফখরুল

দুদক পুরোপুরি দুর্নীতিগ্রস্ত : ফখরুল

রাজটাইমস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি দমনের জন্য গঠিত দুদককে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা অনেকগুলো দুর্নীতির মামলা দেখেছেন তাকে সরিয়ে দেয়া হয়েছে।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

আওয়ামী লীগ এ দেশের মানুষের স্বপ্ন ভেঙেচুরে শেষ করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের যে আলাদা সত্তা, আলাদা পরিচিতি সেটা ধ্বংস করে ফেলেছে। দুর্ভাগ্য, বায়ান্ন-র ৭০ বছর পরও আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড় করাতে পারিনি।’

ফখরুল বলেন, ‘এই সরকার আসার পর থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, ন্যূনতম কর্মসংস্থানের অধিকার ধ্বংস করে ফেলেছে৷ পুরো দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করা হয়েছে।’

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে। ভাষা আন্দোলনও একদিনে হয়নি। তেমনি আমাদেরকেও আরো শক্তিশালী হতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে৷’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল ইসলাম নিরবসহ অনেকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]