8816

04/20/2025 পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ অব্যাহত

পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ অব্যাহত

রাজটাইমস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৫

রাজশাহী ওয়াসা কর্তৃক পানির মূল্য তিন গুণ বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অব্যাহত রেখেছে মহানগর ওয়ার্কার্স পার্টি।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরের তেরখাদিয়া থেকে শুরু করে উপশহর নিউমার্কেট হয়ে দড়িখরবনা মসজিদ পর্যন্ত দলটির নেতা-কর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা থেকে বক্তারা বলেন, নগরবাসীর আকাঙ্ক্ষা অনুযায়ী সেবার মান না বাড়াতে পারলে পানির দাম তিনগুণ মেনে নেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। রাজশাহী ওয়াসা একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তারা মানুষের মতামতকে অগ্রাধিকার না দিয়ে নিজেদের স্বার্থে তাদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চাইছে। তারা তাদের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করলে ওয়াসা ভবন ঘেরাওয়ের মাধ্যমে ওয়ার্কার্স পার্টি ও রাজশাহীবাসী নিজেদের দাবি আদায় করে নিতে সবসময় প্রস্তুত।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু। বক্তব্য দেন, দলের মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির।

উপস্থিত ছিলেন, মহানগর সদস্য শানীনুর বেগম, নারীনেত্রী হিরা আক্তার, চায়না বেগম, রুনা আক্তার, স্থানীয় ওয়ার্ডের নেতা আব্দুল রউফ, ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক ইফতিক হাসান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]