04/20/2025 রাবিতে তিনদিন ব্যাপী 'অমর একুশে গ্রন্থকুটির ২০২২' সমাপ্ত।
রাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৯
সমাপ্ত হল তিনদিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া "অমর একুশে গ্রন্থকুটির ২০২২"। মেলার শেষদিনে আজ ২২শে ফেব্রুয়ারি পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে মেলা সকাল ৮ টায় শুরু হয়। মেলাপ্রাঙ্গন সকল বয়সী দর্শনার্থী, পাঠক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত ছিলো রাত ৮ টা পর্যন্ত। আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
রাজশাহী অঞ্চলের পাঠক ও শিক্ষার্থীদেরকে একাডেমিক বইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব অমর একুশে বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে "অমর একুশে গ্রন্থকুটির ২০২২"।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে তিনদিন ব্যাপী আয়োজিত এই বইমেলায় পাঠকদের বিপুল সাড়া পরিলক্ষিত হয়। এবারের বইমেলায় প্রায় তিন হাজার কপির বেশি বই বিক্রি হয়েছে। মেলার শেষদিনেও স্টলগুলোতে পাঠকদের উপচে পড়া ভিড় ছিলো। ঢাকার অমর একুশে বইমেলার মতো রাজশাহী অঞ্চলে একটি বইমেলার আয়োজনের আকাঙ্খা মেলায় আসা দর্শনার্থী ও পাঠকদের চোখে পরিলক্ষিত হয়। পাঠকের চাহিদা থাকা সত্ত্বেও অনেক বই সরবারহ সম্ভব হয়নি আয়োজকদের।
এর আগে মেলার প্রথমদিনে বইমেলার উদ্ধোধন করেন অবসরপ্রাপ্ত প্রফেসর চৌধুরী জুলফিকার মতিন (বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) তিনি ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সায়েন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে সফলতা কামনা করেন। সাথে উপস্থিত ছিলেন প্রফেসর চৌধুরী এম. জাকারিয়া (উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলান (উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ৭ম কমিটির মডারেটর সদস্য ও ক্লাবের অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণ।
এবারের বইমেলার আহবায়ক ছিলেন ক্লাবের প্রকাশনা সম্পাদক উমায়ের ইসলাম খান।