8830

04/20/2025 রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ ই মার্চ

রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ ই মার্চ

রাবি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৭

আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল শাখার নির্বাচন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, আমরা ২০২০ সালে হল সম্মেলন করতে চেয়েছিলাম। এজন্য প্রার্থীদের জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হয়েছিল্ম তবে অনিবার্য কারণে তখন সেটি সম্ভব হয়নি। এরপর করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে।

তিনি বলেন, অনেকদিন ধরেই আমরা হল সম্মেলনের একটি সুনির্দিষ্ট তারিখ ঠিক করতে চাচ্ছিলাম। তবে তা হচ্ছিল না। অবশেষে রাজশাহীর সিটি মেয়র ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে এই তারিখ ঠিক করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে এর পর আর হল সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]