8863

03/14/2025 ইউক্রেনের পাশে জার্মানী: পাঠানো হচ্ছে অস্ত্র

ইউক্রেনের পাশে জার্মানী: পাঠানো হচ্ছে অস্ত্র

রাজটাইমস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৩

নিজস্ব নীতি পরিবর্তন করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে দাড়াচ্ছে জার্মানী। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ।

নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মারণাস্ত্র পাঠায় না জার্মানি।

কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ নীতি থেকে সরে এসেছে জার্মানি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যপারটি নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলর নিজে।

এ ব্যাপারে টুইটারে তিনি বলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে । যতটুকু সম্ভব, যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য।

জার্মানি এ সিদ্ধান্ত নেওয়ায় এখন নেদারল্যান্ডস ইউক্রেনকে ৪০০টি গ্রেনেড লঞ্চার পাঠাতে কোনো সমস্যায় পড়বে না।

নেদাল্যান্ডস যে গ্রেনেড লঞ্চারগুলো পাঠাতে চেয়েছিল সেগুলো ছিল জার্মানির তৈরি। ফলে জার্মানি তাদের নীতি পরিবর্তন না করলে নেদাল্যান্ডস এই অস্ত্রগুলো জার্মানিতে পাঠাতে পারত না।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]