887

03/15/2025 রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার 

রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। যার ওজন ১ কেজি ৯৯৫ গ্রাম। শনিবার দুপুরে গোদাগাড়ীর সুইচগেট বাজার থেকে কিরণ (৪০) নামের একজনকে গ্রেফতার করে র‌্যাব। কিরণ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা হলেও তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে। বাবার নাম মৃত জাফর আহম্মেদ।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিরণ হেরোইন চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

আন্দালীব

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]